Sunday, November 15, 2015

How to apply for a Payoneer Mastercard & Active Mastercard (কিভা্বে পেয়নিয়ার মাস্টারকার্ড এর জন্য আবেদন করতে হয় ওএকটিভ করতে হয়)

আসসালামু আলাইকুম,
শুভ সকাল ,
 আশা করি সবাই ভাল আছেন । আজকে আমি লিখব কিভাবে একটি ফ্রী  Payoneer Mastercard  করতে হয়। অনেকের সুবিধার জন্য  এই পোস্টটি দিলাম।আবার কেউ কেউ কার্ড ব্যবহার করেন বা জানেন ।
আপনি চাইলে সরাসরি পেয়নিয়ার সাইটে গিয়ে আকাউন্ট করতে বা কার্ডের জন্য আবেদন করতে পারেন ।তবে সে ক্ষেত্রে  আপনি ফ্রী ২৫$  পাবেন না। এই লিংক থেকে আবেদন করলেও একই ভাবে কাজ হবে  সাথে ফ্রী ২৫$ পেলেন । সুতরাং চাইলে এখনি মাস্টারকার্ড  করে নিতে পারেন। শুধু জাতীয় পরিচয় পত্র লাগবে (এখন ঠিক একই নামের *ব্যাংক অ্যাকাউন্ট ও লাগে) ।
সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটিরিয়ালে দেখতে ..
খন,
 প্রথমে আপনাকে পেয়নিয়ার (Payoneer) সাইটের পেইজে যেতে হবে। পেয়নিয়ার  সাইটে যেতে এইখানে ক্লিক করুন / Click here.
  তারপর সাইটের হোম পেইজে Sign up অপশনে ক্লিক করুন,নিচের ছবির মত,...



তারপর নিচের ছবির মত মাস্টারকার্ডের পাশে টিক দিয়ে সাইনআপ এ ক্লিক করে পরের পেইজে যাবেন ।(* অনেকের শুধু এই পেইজটা  আসবে না। এতে কোন সমস্যা নাই পরের ধাপগুলো করে যাবেন*)




এই পেইজে নিচের ছবির মত আপনার ( NID )জাতীয় পরিচয়পত্রের মত করে নামের প্রথম একটা বা দুইটা অংশ First name  এর ঘরে বসিয়ে Last name  এর ঘরে নামের শেষের অংশটা বসাবেন । তারপরের ঘরে ইমেইল অ্যাড্রেস দিবেন ও নিচে আবার ঐ একই  ইমেইল টা টাইপ করে কনফার্ম করবেন। তারপর জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ নিচের ঘরে দিয়ে নেক্সট এ ক্লিক করবেন । 



এবার এই পেইজে  প্রথমে দেশের নাম (Country) সিলেক্ট করুন । এর পরের দুই লাইনে আপনার বর্তমান বাসার ঠিকানা দিতে হবে। কারন মাস্টারকার্ড টি পোস্টঅফিসের মাধ্যমে চিঠিতে আপনার ঠিকানায় আসবে। এখন শহর হলে প্রথম লাইনে আপনার বাসা নাম্বার, রোড নাম্বার, ব্লক নাম্বার ও আপনার এলাকার নাম দিবেন। গ্রাম হলে পাড়ার নাম, বাড়ির নাম ও গ্রামের নাম দিবেন। পরের লাইনে আপনার ইউনিয়ন,থানা ও জেলা দিবেন । পরের ঘরে আপনার শহরের নাম বা জেলার নাম দিবেন। তারপর পোস্টকোড বা এরিয়া কোড দিতে হবে।( কোড জানা না থাকলে গুগলে সার্চ করে বা পোস্ট অফিস থেকে জেনে নিবেন)
তারপর আপনার একটিভ মোবাইল নাম্বারটা দিবেন। দিয়ে নেক্সট ক্লিক করবেন।



এইখানে প্রথমে আপনার জিমেইল  থাকবে নিচে পাসওয়ার্ড  দিয়ে নিচের বক্সে আবার কনফার্ম করবেন। তারপর নিচের সিকিউরিটি প্রশ্নের যে কোন একটি সিলেক্ট করে তার উত্তর নিচে দিবেন। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। 



তারপরের পেইজে নিচের ছবির মত তিনটি অপশন থাকবে পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জাতীয় পরিচয়পত্র । এখানে আপনি যেটা ইচ্ছা সিলেক্ট করবেন । আমি National Identity Card ( জাতীয় পরিচয়পত্র ) দিয়ে করছি । কারন সবার পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স থাকে না। এখন National ID সিলেক্ট করবেন ।(এখন ঠিক এইখানে ব্যাংক অ্যাকাউন্ট এর বিবরণ দিতে হবে) তার পরে অ্যাকাউন্ট Approved হলে অ্যাকাউন্ট এর ভিতরে মাস্টারকার্ড এর জন্য আবেদনের অপশন দিবে) আশা করি বাকি ধাপ গুলো করতে পারবেন। কোন সমস্যা হলে ফেইজবুকে মেসেজ দিতে পারেন। হ্যাপি ভার্চুয়াল লাইফ :)



তারপর নিচের মত অপশন আসবে। এইখানে আপনার নাম আগেরটা চলে আসবে নিচে আপনার  জাতীয় পরিচয়পত্রের  আইডি নাম্বারটা দিবেন।    কান্ট্রি বা দেশ সিলেক্ট করবেন । তারপর নিচের টারমস অ্যান্ড কন্ডিশনের ঘরে নিচের ছবির মত টিক দিবেন। সব তথ্য বা ইনফরমেশন ঠিকভাবে দিলে Order এর ঘরে ক্লিক করবেন।
(চাইলে বাপাশে তির চিহ্নে ক্লিক করে আগের তথ্যগুলো  আবার চেক করতে পারেন)।



তারপর আপনার অর্ডার রিভিউ করবে। যা নিচের ছবির মত দেখাবে।



এইরকম একটি মেইল আপনার ইমেইল অ্যাড্রেস এ যাবে। নিচের ছবির মত।



আপনার সব কিছু সঠিক হলে ৪-৫ মিনিটের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন / অর্ডার Approved /  গ্রহন করবে ।নিচের ছবির মত করে সাথে সাথে ইমেইল করে চিঠি আসার ডেইট জানিয়ে দিবে। 



( আপনার অ্যাপ্লিকেশন করার দিন থেকে ২৫/৩০ দিন সময় নিবে এর ভিতরে কার্ডের চিঠি আসবে ) ও আপনার আকাউন্ট লগইন করতে করতে বলবে। লগইন এ ক্লিক করে আপনার আকাউন্টে যাবেন।নিচের ছবির মত করে



তারপর আপনার আকাউন্ট ইনফরমেশন আপডেট করতে দুইটি সিকিউরিটি প্রশ্ন সিলেক্ট করে উত্তর দিবেন। দিয়ে সাবমিট এ ক্লিক করবেন।করলে আপনার প্রফাইল কমপ্লিট হয়ে যাবে।


 আর সব তথ্য / ইনফরমেশন আপনার ডাইরি / নোটপেডে টাইপ করে রাখবেন পরে কাজে লাগতে পারে
তারপর আপনার আকাউন্টটি নিচের ছবির মত দেখাবে।



এখন আপনাকে কার্ড হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
যদিও পেয়নিয়ার টিম আপনার কাছে ২৫-৩০ দিন সময় নিবে, তবে অন্য কোন কারনে দেরি না হলে ১০-১৫ দিনের মধ্যে কার্ডের চিঠি পেয়ে যাবেন।  
নিচের ছবির মত একটি চিঠি পাবেন।




খুলেই দেখবেন আপনার কাংখিত সেই মাস্টারকার্ড!  




এখন কিছু কথা বলব। আমি নিচে একটিভ করে দেখাব। কিন্তু ফ্রি ২৫$ এর জন্য কার্ডটি করবেন না । কারন কাজে না লাগালে আপনি ২৫$ পাবেন না। যদি দরকার হয় তবে অবশ্যই কার্ডটি করে একটিভ করবেন। এই কার্ডটি প্রায় ২০০ দেশে সাপোর্ট করে ও ATM booth থেকে সহজেই টাকা তুলা যাই । তাই এই কার্ডের ফি একটু বেশি।  ব্যবহার করলে ফি দিতে হবে।( টাকা তুললে মোট টাকার ২.৫% + ৩$ কাটবে ও বছরে ৩০$ কাটবে ) ফ্রীলেন্সারদের বেশি দরকার হয় । কার্ড একটিভ করে $ থাকলেই ব্যবহার করতে পারবেন।
এখন আপনার আকাউন্টে লগইন করে নিচের ছবির মত একটিভ এ ক্লিক করবেন।



তারপর বক্সে আপনার ১৬ ডিজিটের কার্ড নাম্বারটা দিবেন ও নিচে গোপন ৪ নাম্বারের একটি কোড দিবেন নিচে গোপন কোডটি  রিটাইপ করবেন। করে নিচের এগ্রি বাটনে ক্লিক করে এক্টিভেইট বাটনে ক্লিক করবেন।



দেখবেন সাক্সেসফুল্লি আপনার কার্ড একটিভ হয়ে গেছে। 



কনফার্ম একটি ইমেইল আপনার ইমেইল অ্যাড্রেস এ চলে যাবে। নিচের ছবির মত


 একটিভ হলে, তখন আপনার Payoneer account এর হোম পেইজ বা ড্যাশবোর্ড নিচের ছবির মত দেখাবে....



তারপর আপনার আকাউন্টটি দিয়ে $ রিসিভড , সেন্ড  উইথড্র করতে পারবেন সহজেই। 

চাইলে এখনেই ভিডিওতে দেখে নিতে পারেন...... payoneer tutorial..

আজকের মত এখানেই ভাল থাকেন। কথা হবে অন্য কোন পোস্টে ।  ভাল লাগলে বা কোন কিছু জানার থাকলে  লাইককমেন্ট করবেন। ধন্যবাদ




Friday, November 13, 2015

All best Ptc site (ভাল সব পিটিসি সাইট)

 খুব সহজে বেশি টাকা আয় করার উপায় !
শুধু মাত্র ইন্টারনেট কানেকশনই যতেষ্ঠ ( মোবাইল / টেব / কম্পিউটার যে কোন ডিভাইজ হলেই চলবে ) ।কোন টাকা খরচ না করে মাসে (৩০০$-১০০০$) ইনকাম বাড়াতে পারেন ।  আমরা সবাই জানি যে পি টি ছি সাইট থেকে অনেক সহজে টাকা ইনকাম করা যায়। আমরা চাইলে বেশি ইনকাম করতে পারি।আসুন দেখি কেমন করে করা যায়।মনে করি আমরা ১ টা সাইট থেকে ২০ সেন্ট ইনকাম করি তাহলে যদি আমারা ভাল দেখে ৫-১০ টা সাইট এ কাজ করি তাহলে আমাদের ইনকাম হবে ১-২ ডলার ।আর আমরা তো জানি পি,টি,ছি সাইট এ আস্তে আস্তে ইনকাম বাড়তে থাকে ২-৩ মাস এই ভাবে কাজ করলে দেখা যাবে প্রতিদিন ৫-৭ ডলার করে ইনকাম করতে পারবেন।কিন্তু একটা সমস্যা সে টা হল সঠিক সাইট খুজে বের করা তার জন্য আমি আজ আপনাদের টা সাইট এর কথা বলব যে গুলোর সাথে অনেকে আবার আগে থেকেই  পরিচিত আছেন ।

                           Show English Version->   >Click here

সব সময় সাহায্য পেতে ফেসবুক গ্রুপ এ জয়েন করুন- The Right Strategy Easier To Your Success
আমি ফাইজবুকে --www.fb.com/siddiql
Amer Youtube Channel : Siddiqur Rahman
অথবা আমাকে skype এ এড করতে পারেন Skype ID= Siddiq.shajal

আমার দেখা সব থেকে থেকে ভাল সাইট -1.-----TrafficHurrycane. 
রেজিষ্ট্রেশন করতে -এখানে ক্লিক করুন বা  Sineup here
রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন-ভিডিও

সাইট-2.---------Paidverts.
রেজিষ্ট্রেশন করতে -এখানে ক্লিক করুন  বা  Sineup here 
রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন- ভিডিও 

সাইট -3.---------Neobux.
রেজিষ্ট্রেশন করতে -এখানে ক্লিক করুন  বা  Sineup here 
রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন- ভিডিও

সাইট-4.----------Clixsense. 
 রেজিষ্ট্রেশন করতে -এখানে ক্লিক করুন  বা  Sineup here 
রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন- ভিডিও





সাইট-5.--------.
রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন  বা  Sineup here 
রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন-
---
 সাইট-6.--------.
রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন  বা  Sineup here 
রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন-

সাইট-7.--------.
রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন  বা  Sineup here 
রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন-

সাইট-8.--------Easy BTCFaucet
রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন  বা  SingUp here 
রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন-
ভিডিও

 সাইট-9---------Claim BTC.
রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন  বা  SingUp here 
রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন-
ভিডিও


 সাইট-10--------Ojooo
রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন  বা  Sineup here 
রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন-

ভাল ইনভেস্ট সাইট (কাজ করতে পারেন)
 সাইট-1---- 
রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন  বা  Sineup here 
রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন- ভিডিও  

সাইট-2---- .
  রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন  বা  SingUp here 
   রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন-
  
সাইট-3----
   রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন  বা  SingUp here 
   রেজিষ্ট্রেশন করা  কাজ শিখতে ও সাথে সকল সমস্যা সমাধান পেতে এই ভিডিও টি দেখুন-


সম্প্রতি স্কেম হওয়া সাইট: Mr.Bux,RS5,Rf, C7, A5,Maxpayee,Littlebux,Liteads,Linxser,Adfiver,Useclix,Ulmons,Marketpaid,Zmasterbux,hqbux,Buxept,Loydbux.( নিয়মিত আপডেটেট  )

সম্প্রতি পেমেন্ট পাওয়া সাইট:    Clixsense,Neobux,Paidverts,Traffichurrycane. ( নিয়মিত আপডেটেট  )


পেমেন্ট প্রুফের ছবি দেখতে->  এইখানে ক্লিক করুন 

এছাড়া অনেক ভাল পিটিসি সাইট ও ইনভেস্ট সাইট আছে । তবে এই সাইট গুলোর ইনকাম অন্য সাইট থেকে অনেক বেশি ।
আজই শুরু করতে পারেন আপনার অনলাইন ইনকাম ফ্রীতে । ভাল থাকেন । ধন্যবাদ ।


Monday, October 12, 2015

How to Open a Payza acc & Verified by NID (পেইজা একাউন্ট খুলা ও ভেরিফাইড করা )

আসসালামু আলাইকুম,
শুভ রাত্রি,
আশা করি সবাই ভাল আছেন । আজকে আমি লিখব কিভাবে একটি Payza একাউন্ট খুলতে ও Verified  করতে হয়। অনেকের অনুরোধে  এই পোস্টটি দিলাম।

সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটিরিয়ালে দেখতে .. Video Tutorial
প্রথমে আপনাকে পেইজা(Payza) সাইটের পেইজে যেতে হবে। পেইজা সাইটে যেতে এইখানে ক্লিক করুন / Click here.  
 তারপর সাইটের হোম পেইজে Sine up( <<<Restion করতে click<<) অপশনে ক্লিক করুন,নিচের ছবির মত,...
তারপর নিচের ছবির মত  Country সিলেক্ট করুন ও Personal একাউন্ট সিলেক্ট করে  পরের পেইজে যান।

ঐখানে Full name দিবেন(যেমন্টা আপনার NID কার্ডে আছে হুবহু দিবেন ) তারপর নিচের ছবির মত  Email ও পাসওয়ার্ড দিবেন ( একটি একটিভ  Email অ্যাড্রেস দিবেন ও Password ৮-১০ ওয়ার্ডের দিবেন)

 তারপর Get Started এ ক্লিক করেন। আপনাকে আপনার Email ও Password দিতে বলবে । ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেন তারপরে আপনাকে  পেইজা একাউন্টের হোম পেইজে নিয়ে যাবে।

ঐখানে আপনাকে Email verify করতে বলবে নিচের ছবির মত  তাদের দেখানো লিঙ্কে ক্লিক করে ইমেইলে যাবেন বা

  ইমেইলে লগইন করে ভেরিফিকেশন লিঙ্কটি ওপেন করবেন । তারপর আবার  Login করতে বলবে লগইন করে payza deshboard / home পেইজে যাবেন।
এখন আপনার প্রফাইল ইনফরমেশন দিতে বলবে ।
নিচের ছবির মত করে Complite profile setup ক্লিক করবেন ।

তার পরের পেইজে আপনার ইন্ডাস্ট্রি ও জব সিলেক্ট করে save & continue তে ক্লিক করবেন ।

তারপর নিচের  ছবির মত করে সঠিক ঠিকানা পূরণ করবেন । তারপর সেইভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে পরের পেইজে যাবেন।

ঐখানে মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করেন ।

তার পরের পেইজে আপনার জন্ম তারিখ দিবেন ( যেটা NID কার্ডে আছে )   , আপনার NID card এর ১৩ ডিজিটের  Number টা দিবেন ও একটা সিকিউরিটি পিন নাম্বার দেবেন ( ৬-৮ ডিজিটের )  দিয়ে কটিনিউ করবেন ।

দেখবেন যে  আপনার প্রফাইল কমপ্লিট হয়ে গেছে।
এখন দেখেন আপনার পেইজের বামে উপরে নামের সাথে একটা বাটন আছে। ঐখানে Personal Unveriied লিখা আছে । পাশের বারে ক্লিক করে নিচের

দিকে Verification অপশন আছে ঐখানে ক্লিক করে পরের পেইজে যাবেন ।

 তখন পরের পেইজে ৪ টা খালিঘর থাকবে। প্রথম  খালিঘরে ৩ টা অপশন থেকে  জাতীয় পরিচয় পত্র / NID সিলেক্ট করে দিবেন ।

২য় খালিঘরে  NID /National ID card এর  Scan করা সামনের পেইজটা সিলেক্ট করেন।নিচের ছবির মত ( এইটা Sample )

 ৩য় খালিঘরে  NID( জাতীয় পরিচয় পত্রের ) পিছনের সাইড স্কেন করা ফাইলটা সিলেক্ট করুনআপলোড করুন ।

নিচে ৪র্থ খালিঘরে আপনার স্কেন করা ছবি Upload দিবেন( আমরা যেই পাসপোর্ট সাইজের ছবি use করি ঐ রকম একটা দিলেই হবে )

দিয়ে তারপর Submit করবেন । এখন আপনার কাজ শেষ ।
এবার  পেইজা অথরিটি আপনার সব কিছু যাচাই-বাছাই করে ৬-৮( কার্য দিবসের মধ্যে ) দিনের মধ্যে আপনার একাউন্টটি ভেরিফাইড ( Verified )করে দিবে । নিচের ছবির মত...

আমার লিখা অনুযায়ি কাজ করলে কোন সমস্যা ছাড়াই আপনার নতুন একাউন্টটি verified করতে পারবেন। ত ভেরিফাই করা হয়ে গেছে । এই পর্যন্ত কাজ শেষ । এখন ডলার বা টাকা ট্রান্সফার, সেন্ড ও রিসিভড করতে পারবেন সহজেই ।
( আর পরবর্তীতে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন তা লিখে দেব। তখন আপনার অ্যাকাউন্ট এর ডলার বা টাকা  সহজেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট এ ওয়িথড্র করতে পারবেন।  )
 চাইলে এখনেই ভিডিওতে দেখে নিতে পারেন.....Payza bangla tutorial 
কোন কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কম্মেন্ট করবেন।
আমি 
ফেইজবুকে ......
আমার  ইউটিউব চ্যানেল ..
সাথে থাকার জন্য ধন্যবাদ ।

    ছিদ্দিকুর রহমান










Saturday, October 10, 2015

Prothom blog post (amer contact details)

আসসালামু আলাইকুম ,
শুভ সকাল , সবাইকে আমার বল্গে স্বাগতম
আশা করি সবাই ভাল আছেন ।  নতুন করে আমি ব্লগ সাইট শুরু করলাম।আপনাদের সাড়া পেলে আমি নিয়মিত পোস্ট আপডেট করব ।
আমার ইউটিউব চ্যানেলের সব টিউটরিয়াল পেতে Subscribe my chennel  এবং  লাইক ও কমেন্ট করবেন। যাতে করে আপনাদের চাহিদা অনুযায়ী আমি সব পোস্ট , টিউটরিয়াল,টিপস ও ট্রিকস  দিতে পারি। আমাকে ফেইজবুকে পেতে  Join FB
যদি কেউ ইমেইল মার্কেটারস  থাকেন তাইলে Join Fiverr   এ সাইন ইন বা সাইন আপ করতে পারেন। 
 ধন্যবাদ ।

     একান্তে,
ছিদ্দিকুর রহমান