শুভ সকাল ,
আশা করি সবাই ভাল আছেন । আজকে আমি লিখব কিভাবে একটি ফ্রী Payoneer Mastercard করতে হয়। অনেকের সুবিধার জন্য এই পোস্টটি দিলাম।আবার কেউ কেউ কার্ড ব্যবহার করেন বা জানেন ।
আপনি চাইলে সরাসরি পেয়নিয়ার সাইটে গিয়ে আকাউন্ট করতে বা কার্ডের জন্য আবেদন করতে পারেন ।তবে সে ক্ষেত্রে আপনি ফ্রী ২৫$ পাবেন না। এই লিংক থেকে আবেদন করলেও একই ভাবে কাজ হবে সাথে ফ্রী ২৫$ পেলেন । সুতরাং চাইলে এখনি মাস্টারকার্ড করে নিতে পারেন। শুধু জাতীয় পরিচয় পত্র লাগবে (এখন ঠিক একই নামের *ব্যাংক অ্যাকাউন্ট ও লাগে) ।
সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটিরিয়ালে দেখতে ..
এখন,
প্রথমে আপনাকে পেয়নিয়ার (Payoneer) সাইটের পেইজে যেতে হবে। পেয়নিয়ার সাইটে যেতে এইখানে ক্লিক করুন / Click here.
তারপর সাইটের হোম পেইজে Sign up অপশনে ক্লিক করুন,নিচের ছবির মত,...
তারপর নিচের ছবির মত মাস্টারকার্ডের পাশে টিক দিয়ে
সাইনআপ এ ক্লিক করে পরের পেইজে যাবেন ।(* অনেকের শুধু এই পেইজটা আসবে না। এতে কোন সমস্যা নাই পরের ধাপগুলো করে যাবেন*)
এই পেইজে নিচের ছবির মত আপনার ( NID )জাতীয় পরিচয়পত্রের
মত করে নামের প্রথম একটা বা দুইটা অংশ First name এর ঘরে বসিয়ে Last name এর ঘরে নামের শেষের অংশটা বসাবেন । তারপরের ঘরে
ইমেইল অ্যাড্রেস দিবেন ও নিচে আবার ঐ একই ইমেইল টা টাইপ করে কনফার্ম করবেন। তারপর
জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ নিচের ঘরে দিয়ে নেক্সট এ ক্লিক করবেন ।
এবার এই পেইজে প্রথমে দেশের নাম (Country) সিলেক্ট করুন । এর
পরের দুই লাইনে আপনার বর্তমান বাসার ঠিকানা দিতে হবে। কারন মাস্টারকার্ড টি
পোস্টঅফিসের মাধ্যমে চিঠিতে আপনার ঠিকানায় আসবে। এখন শহর হলে প্রথম লাইনে আপনার
বাসা নাম্বার, রোড নাম্বার, ব্লক নাম্বার ও আপনার এলাকার নাম দিবেন। গ্রাম হলে পাড়ার
নাম, বাড়ির নাম ও গ্রামের নাম দিবেন। পরের লাইনে আপনার ইউনিয়ন,থানা ও জেলা দিবেন ।
পরের ঘরে আপনার শহরের নাম বা জেলার নাম দিবেন। তারপর পোস্টকোড বা এরিয়া কোড দিতে
হবে।( কোড জানা না থাকলে গুগলে সার্চ করে বা পোস্ট অফিস থেকে জেনে নিবেন)
তারপর আপনার একটিভ মোবাইল নাম্বারটা দিবেন। দিয়ে নেক্সট
ক্লিক করবেন।
এইখানে প্রথমে আপনার জিমেইল থাকবে নিচে পাসওয়ার্ড দিয়ে নিচের বক্সে আবার
কনফার্ম করবেন। তারপর নিচের সিকিউরিটি প্রশ্নের যে কোন একটি সিলেক্ট করে তার উত্তর
নিচে দিবেন। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন।
তারপরের পেইজে নিচের ছবির মত তিনটি অপশন থাকবে পাসপোর্ট
/ ড্রাইভিং লাইসেন্স / জাতীয় পরিচয়পত্র । এখানে আপনি যেটা ইচ্ছা সিলেক্ট করবেন ।
আমি National Identity Card ( জাতীয় পরিচয়পত্র ) দিয়ে করছি । কারন সবার পাসপোর্ট/
ড্রাইভিং লাইসেন্স থাকে না। এখন National ID সিলেক্ট করবেন ।(এখন ঠিক এইখানে ব্যাংক অ্যাকাউন্ট এর বিবরণ দিতে হবে) তার পরে অ্যাকাউন্ট Approved হলে অ্যাকাউন্ট এর ভিতরে মাস্টারকার্ড এর জন্য আবেদনের অপশন দিবে) আশা করি বাকি ধাপ গুলো করতে পারবেন। কোন সমস্যা হলে ফেইজবুকে মেসেজ দিতে পারেন। হ্যাপি ভার্চুয়াল লাইফ :)
তারপর নিচের মত অপশন
আসবে। এইখানে আপনার নাম আগেরটা চলে আসবে নিচে আপনার জাতীয় পরিচয়পত্রের আইডি নাম্বারটা দিবেন। কান্ট্রি বা দেশ সিলেক্ট করবেন । তারপর নিচের টারমস
অ্যান্ড কন্ডিশনের ঘরে নিচের ছবির মত টিক দিবেন। সব তথ্য বা ইনফরমেশন ঠিকভাবে দিলে
Order এর ঘরে ক্লিক করবেন।
(চাইলে বাপাশে তির চিহ্নে ক্লিক করে আগের তথ্যগুলো আবার চেক করতে
পারেন)।
তারপর আপনার অর্ডার রিভিউ করবে। যা নিচের ছবির মত
দেখাবে।
এইরকম একটি মেইল আপনার ইমেইল অ্যাড্রেস এ যাবে। নিচের
ছবির মত।
আপনার সব কিছু সঠিক হলে ৪-৫ মিনিটের মধ্যে আপনার
অ্যাপ্লিকেশন / অর্ডার Approved / গ্রহন
করবে ।নিচের ছবির মত করে সাথে সাথে ইমেইল করে চিঠি আসার ডেইট জানিয়ে দিবে।
( আপনার
অ্যাপ্লিকেশন করার দিন থেকে ২৫/৩০ দিন সময় নিবে এর ভিতরে কার্ডের চিঠি আসবে ) ও
আপনার আকাউন্ট লগইন করতে করতে বলবে। লগইন এ ক্লিক করে আপনার আকাউন্টে যাবেন।নিচের
ছবির মত করে ।
তারপর আপনার আকাউন্ট ইনফরমেশন আপডেট করতে দুইটি
সিকিউরিটি প্রশ্ন সিলেক্ট করে উত্তর দিবেন। দিয়ে সাবমিট এ ক্লিক করবেন।করলে আপনার
প্রফাইল কমপ্লিট হয়ে যাবে।
আর সব তথ্য /
ইনফরমেশন আপনার ডাইরি / নোটপেডে টাইপ করে রাখবেন পরে কাজে লাগতে পারে ।
তারপর আপনার আকাউন্টটি নিচের ছবির মত দেখাবে।
এখন আপনাকে কার্ড হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
যদিও পেয়নিয়ার টিম আপনার কাছে ২৫-৩০ দিন সময় নিবে, তবে
অন্য কোন কারনে দেরি না হলে ১০-১৫ দিনের মধ্যে কার্ডের চিঠি পেয়ে যাবেন।
নিচের ছবির মত একটি চিঠি পাবেন।
খুলেই দেখবেন আপনার কাংখিত সেই মাস্টারকার্ড!
এখন কিছু কথা বলব। আমি নিচে একটিভ করে দেখাব। কিন্তু
ফ্রি ২৫$ এর জন্য কার্ডটি করবেন না । কারন কাজে না লাগালে আপনি ২৫$ পাবেন না। যদি
দরকার হয় তবে অবশ্যই কার্ডটি করে একটিভ করবেন। এই কার্ডটি প্রায় ২০০ দেশে সাপোর্ট
করে ও ATM booth থেকে সহজেই টাকা তুলা যাই । তাই এই কার্ডের ফি একটু বেশি। ব্যবহার করলে ফি দিতে হবে।( টাকা তুললে মোট
টাকার ২.৫% + ৩$ কাটবে ও বছরে ৩০$ কাটবে ) ফ্রীলেন্সারদের বেশি দরকার হয় । কার্ড
একটিভ করে $ থাকলেই ব্যবহার করতে পারবেন।
এখন আপনার আকাউন্টে লগইন করে নিচের ছবির মত একটিভ এ
ক্লিক করবেন।
তারপর বক্সে আপনার ১৬ ডিজিটের কার্ড নাম্বারটা দিবেন ও
নিচে গোপন ৪ নাম্বারের একটি কোড দিবেন নিচে গোপন কোডটি রিটাইপ করবেন। করে নিচের এগ্রি বাটনে
ক্লিক করে এক্টিভেইট বাটনে ক্লিক করবেন।
দেখবেন সাক্সেসফুল্লি আপনার কার্ড একটিভ হয়ে গেছে।
কনফার্ম একটি ইমেইল আপনার ইমেইল অ্যাড্রেস এ চলে যাবে।
নিচের ছবির মত।
একটিভ হলে, তখন আপনার Payoneer account এর হোম পেইজ বা ড্যাশবোর্ড নিচের ছবির মত দেখাবে....
তারপর আপনার আকাউন্টটি দিয়ে $ রিসিভড , সেন্ড ও উইথড্র করতে পারবেন সহজেই।
চাইলে এখনেই ভিডিওতে দেখে নিতে পারেন...... payoneer tutorial..
চাইলে এখনেই ভিডিওতে দেখে নিতে পারেন...... payoneer tutorial..
আজকের মত এখানেই ভাল থাকেন। কথা হবে অন্য কোন পোস্টে
। ভাল লাগলে বা কোন কিছু জানার থাকলে লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ
।
No comments:
Post a Comment