Monday, October 12, 2015

How to Open a Payza acc & Verified by NID (পেইজা একাউন্ট খুলা ও ভেরিফাইড করা )

আসসালামু আলাইকুম,
শুভ রাত্রি,
আশা করি সবাই ভাল আছেন । আজকে আমি লিখব কিভাবে একটি Payza একাউন্ট খুলতে ও Verified  করতে হয়। অনেকের অনুরোধে  এই পোস্টটি দিলাম।

সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটিরিয়ালে দেখতে .. Video Tutorial
প্রথমে আপনাকে পেইজা(Payza) সাইটের পেইজে যেতে হবে। পেইজা সাইটে যেতে এইখানে ক্লিক করুন / Click here.  
 তারপর সাইটের হোম পেইজে Sine up( <<<Restion করতে click<<) অপশনে ক্লিক করুন,নিচের ছবির মত,...
তারপর নিচের ছবির মত  Country সিলেক্ট করুন ও Personal একাউন্ট সিলেক্ট করে  পরের পেইজে যান।

ঐখানে Full name দিবেন(যেমন্টা আপনার NID কার্ডে আছে হুবহু দিবেন ) তারপর নিচের ছবির মত  Email ও পাসওয়ার্ড দিবেন ( একটি একটিভ  Email অ্যাড্রেস দিবেন ও Password ৮-১০ ওয়ার্ডের দিবেন)

 তারপর Get Started এ ক্লিক করেন। আপনাকে আপনার Email ও Password দিতে বলবে । ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেন তারপরে আপনাকে  পেইজা একাউন্টের হোম পেইজে নিয়ে যাবে।

ঐখানে আপনাকে Email verify করতে বলবে নিচের ছবির মত  তাদের দেখানো লিঙ্কে ক্লিক করে ইমেইলে যাবেন বা

  ইমেইলে লগইন করে ভেরিফিকেশন লিঙ্কটি ওপেন করবেন । তারপর আবার  Login করতে বলবে লগইন করে payza deshboard / home পেইজে যাবেন।
এখন আপনার প্রফাইল ইনফরমেশন দিতে বলবে ।
নিচের ছবির মত করে Complite profile setup ক্লিক করবেন ।

তার পরের পেইজে আপনার ইন্ডাস্ট্রি ও জব সিলেক্ট করে save & continue তে ক্লিক করবেন ।

তারপর নিচের  ছবির মত করে সঠিক ঠিকানা পূরণ করবেন । তারপর সেইভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে পরের পেইজে যাবেন।

ঐখানে মোবাইল নাম্বার দিয়ে কন্টিনিউ করেন ।

তার পরের পেইজে আপনার জন্ম তারিখ দিবেন ( যেটা NID কার্ডে আছে )   , আপনার NID card এর ১৩ ডিজিটের  Number টা দিবেন ও একটা সিকিউরিটি পিন নাম্বার দেবেন ( ৬-৮ ডিজিটের )  দিয়ে কটিনিউ করবেন ।

দেখবেন যে  আপনার প্রফাইল কমপ্লিট হয়ে গেছে।
এখন দেখেন আপনার পেইজের বামে উপরে নামের সাথে একটা বাটন আছে। ঐখানে Personal Unveriied লিখা আছে । পাশের বারে ক্লিক করে নিচের

দিকে Verification অপশন আছে ঐখানে ক্লিক করে পরের পেইজে যাবেন ।

 তখন পরের পেইজে ৪ টা খালিঘর থাকবে। প্রথম  খালিঘরে ৩ টা অপশন থেকে  জাতীয় পরিচয় পত্র / NID সিলেক্ট করে দিবেন ।

২য় খালিঘরে  NID /National ID card এর  Scan করা সামনের পেইজটা সিলেক্ট করেন।নিচের ছবির মত ( এইটা Sample )

 ৩য় খালিঘরে  NID( জাতীয় পরিচয় পত্রের ) পিছনের সাইড স্কেন করা ফাইলটা সিলেক্ট করুনআপলোড করুন ।

নিচে ৪র্থ খালিঘরে আপনার স্কেন করা ছবি Upload দিবেন( আমরা যেই পাসপোর্ট সাইজের ছবি use করি ঐ রকম একটা দিলেই হবে )

দিয়ে তারপর Submit করবেন । এখন আপনার কাজ শেষ ।
এবার  পেইজা অথরিটি আপনার সব কিছু যাচাই-বাছাই করে ৬-৮( কার্য দিবসের মধ্যে ) দিনের মধ্যে আপনার একাউন্টটি ভেরিফাইড ( Verified )করে দিবে । নিচের ছবির মত...

আমার লিখা অনুযায়ি কাজ করলে কোন সমস্যা ছাড়াই আপনার নতুন একাউন্টটি verified করতে পারবেন। ত ভেরিফাই করা হয়ে গেছে । এই পর্যন্ত কাজ শেষ । এখন ডলার বা টাকা ট্রান্সফার, সেন্ড ও রিসিভড করতে পারবেন সহজেই ।
( আর পরবর্তীতে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন তা লিখে দেব। তখন আপনার অ্যাকাউন্ট এর ডলার বা টাকা  সহজেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট এ ওয়িথড্র করতে পারবেন।  )
 চাইলে এখনেই ভিডিওতে দেখে নিতে পারেন.....Payza bangla tutorial 
কোন কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কম্মেন্ট করবেন।
আমি 
ফেইজবুকে ......
আমার  ইউটিউব চ্যানেল ..
সাথে থাকার জন্য ধন্যবাদ ।

    ছিদ্দিকুর রহমান










No comments:

Post a Comment